হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান, আরও যারা ধর্মপ্রাণ
প্রভু বিশ্বাসে থাকতেই পারে সবার বিস্তর ব্যবধান
তবুও প্রতিটি ধর্মেই পাবে কিছু না কিছু কল্যাণ
যে যার ধর্মে যে যার বিশ্বাসে হোক না বলিয়ান ।


ধর্মের দীক্ষা, নয়তো হানাহানি কিনবা কোন সংঘাত
যদি হয় ধ্বংসের নীতি, সে তো ভুলের শিক্ষা নির্ঘাত
যা কিছু চলছে তার পেছনে আছে দুষ্ট চক্রের হাত
নিজ স্বার্থে ধর্ম ব্যবসায় মিলবে কি স্রষ্টার সাক্ষাত ?


রক্ত মাংসের মানুষের মাঝে বিভেদ কিছু নাই
যার যার প্রভু বিশ্বাসে শান্তি খুঁজে নিও ভাই
হিংসা-বিদ্বেষে প্রভু ভক্তি কোনো কিতাবে লিখা নাই
মানবের মাঝেই বেঁচে থাকুক উৎকৃষ্ট মানবতাই ।


ধর্মকে পুঁজি করে যে মানুষকে কষ্ট দেয় সে অমানুষ
ধর্মের স্হান গভীর অন্তরে, খুঁজো না ধর্মের দোষ
সত্যের দিশা পেলে, সত্য ধর্মেই পাবে শান্তির পরশ
সত্যের পথ সে’ই খুঁজে পায়, শ্রম যে দেয় নিরলস।


ইসলাম’ই শিখিয়েছে - মানবতা, উদারতা, নম্রতা
একে অপরের ন্যায্য অধিকারে দিয়ে দিও পূর্ণতা
অন্য ধর্ম নিয়ে মনে, এনো না যেন সংকীর্ণতা
যার যার ধর্মীয় বিশ্বাসে, দিবে তাদের স্বাধীনতা।