প্রাণের সাথে প্রাণ যখন মিলে যায়
মনের সাথে মন যখন মিল খুঁজে পায়
আবেগ গুলো যখন মিলায় একই ধারায়
এ ভাবেই তখন একে অন্যের বন্ধু হয়ে যায় ।
 
পূর্বের কোনো চিন-পরিচয় নয়
কোনো লেনদেন নয় কিনবা মতবিনিময়
বন্ধুর সাথে হঠাৎ বন্ধুত্ব এভাবেই হয়
এই পৃথিবীতে এটি এক আশ্চর্যের বিষয় ।
 
মনের সাথে মনের এক অদ্ভূত টান
বিচ্ছেদে মনের গভীরে করে আনচান
পরম বন্ধুত্ব হলো আল্লাহর এক বিশেষ দান
শুধু গুটি কতক ভাগ্যবান পায় তার সন্ধান ।


‘পরম-বন্ধু' হয় অনেক ত্যাগের শেষে
মনের মিল থাকে একই আবেশে
শর্তহীন ও স্বার্থহীন ভাবে ভালোবাসে
এই বন্ধুত্বের মূলধন শুধুই বিশ্বাসে ।