কী আসে যায়,
মুসলমানেরাই যদি ধর্ম হতে দূরে সরে যায়
যদি ইসলামের ঝান্ডাটাও হাতে নিতে না চায়
তবুও ইসলাম বুক ফুলিয়ে বাঁচবে এই দুনিয়ায়
ভেবো না আল্লাহর এই দ্বীন বড্ড অসহায় ।


তোমরা যারা,
- জোনাকীর আলোয় আলোকিত হয়ে ভাবছো
  ধর্মকে বাদ দিয়ে অনেক অবদান বুঝি রাখছো
  বড্ড পুরাতন সব রীতি-নীতি ঘষা মাজা দিতে চাও
  ধর্মের ঐ শৃংখল হতেও তোমরা যারা মুক্তি চাও….


শুনে রাখো তবে,
তোমরা যারা আজ শুধু নামে মাত্র মুসলমান
নিলর্জ্জ প্রকাশ্যে নিত্য ইসলামের করো বলিদান
প্রগতির নামে অসঙ্গতির যত চূড়ান্ত করো অগোচরে
অজান্তেই বিক্ষত হবে নিজেদেরই থাবার আচঁড়ে ।


তোমাদের নাম মুছে দিয়ে আসবে নতুনের দল
তাদের’ই দ্বারা আল্লাহর সৈন্যের হবে যে হাত বদল
তোমাদের চেয়ে তারা’ই হবে পাক্কা মুসলমান
ইসলামের শান ফিরিয়ে আনতে রাখবে অবদান ।


মুক্ত-স্বাধীন জীবনের খোঁজে ভাবছো তুমি স্বাধীন
সব বিশ্বাস ছুঁড়ে দিয়ে আসলেই হয়েছো পরাধীন
তোমরা যারা ইসলাম পেয়েও হয়েছো পথহারা
নিজের অজান্তেই নিজেদের করেছো ছন্ন ছাড়া।


মহান স্রষ্টাকে যারা খুঁজেছে তারাই তাকে পেয়েছে
সন্দেহের বেঁড়াজালে যে জড়িয়েছে সে’ই ঠকেছে
এই ধরণীর রঙ-রস দিয়েছে ভুলায়ে যাদের মন
মায়া কেটে যাবে যখন, ফুরাবে তখন সব আয়োজন।


যদি শুধু জীবনকে ভালোবেসে উড়াও সময় হেসে খেলে
দিন শেষে করো না তো হিসাব,কি পেলে কি হারালে
তোমার অবাধ্য জীবনের ব্যাকরণে, স্রষ্টার কী ক্ষতি আনে
তাঁর মহত্ত্বের ঝাণ্ডা উড়বে সব সময় সব খানে।


নোটঃ
দেখে নিন কিভাবে বিধর্মীরা ( Australian sports celebrates )ইসলাম ধর্ম গ্রহন করে আল্লাহর দ্বীনকে সহায়তা করছে - লিংকটা কপি/পেষ্ট করুন কোন web browser এ


https://www.9news.com.au/national/sonny-bill-williams-mosque-sydney/ca7e48cd-d5ba-4bc2-83d0-a1dfa24f7842