এই রঙের মেলায় অপলক চেয়ে দেখি
কী অসম্ভব অপরূপ তোমার সৃষ্টি
যে দিকে তাকাই সে দিকেই মুগ্ধতায়
অবনত হয় আমার বুভুক্ষু দৃষ্টি।


আঁধারের মাঝেও লুকায়ে রেখেছো
কত রকমের কত যে রঙের সৌন্দর্য
নিষ্প্রাণ বস্তুতে দিয়েছো কত কারুকার্য
প্রকৃতির মাঝেও দিয়েছো যত ঐশর্য্য ।


প্রাণের মাঝেও দিয়েছো ঢেলে আলো
দু’চোখের দৃষ্টিতে পাই স্নিগ্ধ শীতলতা
এতো যে মায়া দিয়ে তুমি জড়ায়েছো
দিয়েছো মনের সাথে মনের আকূলতা ।


তোমার কীর্তিতে জানি প্রভু তুমি মহীয়ান
তোমার সৃষ্টিতে তুমি, আছো বিরাজমান
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেহ নাই তোমার সমান
তুমিই একক, তুমিই ধারক, তুমিই মহান ।


কতকাল ধরে এমনি করে সাজায়েছো ধরণী
বিস্ময়ে বিস্মিত হয়ে এ মনেতে বাজে ধ্বনি
কেমন তুমি গুণী হে প্রভু, কেমন তরো ধনী
তোমার তরে মিলবো কবে, ভেবে শুধু দিন গুনি।