প্রতিটি বাংলার গ্রাম গুলো যেন
এই বাংলার সৌন্দর্য্যের মহাস্হান
প্রকৃতির মায়ার জালে বোনা এই রূপ
আজও এ হৃদয়ে আছে চির অম্লান ।


ইচ্ছে করে সব ছেড়ে, ছুটে চলে যাই
সেই পরিচিত বাংলার মেঠো পথে
সবুজ- সোনালী ক্ষেত পেরিয়ে
মিশে যাই গ্রাম-বাংলার মানুষের সাথে ।


প্রাণহীন এই ব্যস্ত শহরেও সূর্য উঠে
মানুষে মানুষেও কথা কয়, ঘুরে-ফেরে
তবুও দিন শেষে প্রাণের সাথে মনের
ব্যবধান রয়ে যায় সেই তিমিরে ।


যন্ত্র মানবের বেশে যান্ত্রিক শহরে
ছক বাঁধা জীবনের এই জেলখানা হতে
মুক্ত জীবনের খোঁজে, ফিরে যেতে চাই
আমার সেই সোনার গ্রাম-বাংলাতে ।