শুভাকাংখীদের প্রেরণায় আমি আপ্লুত
চমৎকার সব বাণীতে মন বিগলিত
চঞ্চল মন যেন আজ হয়েছে তৃপ্ত
জানি না এত কৃপা’র আমি কি উপযুক্ত !


খেয়ালী মনে আসে ঘুরে ফিরে
সেই চেনা মাঠ সেই চেনা বন্ধুরে
একই সাথে আড্ডা কোনো অবসরে
দৌরাত্ম ছিল শুধু চার দেয়ালের ভিতরে ।


ঐশ্বর্য তত নয়, আমাদের হিসাবি জীবন
ছকে বাঁধা ছিল যেন প্রতিটি ক্ষণ
সময়ে-সময়ে ছিলো শাসন-ভাষন
ছিল না তাই উশৃংখল জীবন-যাপন ।


শিক্ষাই ছিল সকলের সাধনার ধন
যে যত পারে পড়ায় দিতো মন
ইচ্ছের স্বাধীনতা ছিল না যখন-তখন
মাতা-পিতার নজরদারীতে সর্বক্ষণ ।


বাবা-মা’র কষ্ট সব যায়নি তো বিফল
তাদের শিক্ষায় শক্ত আজ আমাদের মনোবল
হাজারো ত্যাগের পেয়েছেন তারা ফল
তাদের জন্যই আমরা আজ হয়েছি সফল ।