নিজের দক্ষতায় যা হতে চেয়েছি তা হইনি
নিজের ক্ষমতায় যা চেয়েছি তা পাই নি
নিজের অক্ষমতায় যা হারিয়েছি খুঁজে তা পাই নি
নিজের স্বপ্নগুলো এখনো যেন পূরণ হয়নি।


অথচ, প্রভু যা চেয়েছি তোমার কাছে
পেয়েছি তার চেয়েও অনেক বেশি
যা হারিয়েছি , তাতেই হয়েছি খুশি
তোমার অসীম জ্ঞানে আমি যে নস্যি ।


আমি ভাগ্যবান , কৃতজ্ঞ তোমার চরনে
অনেক কিছু চেয়েছি শুধু অকারণে
যা চেয়েছি তা’ই যদি মিলে যেতো
সবই যে ভুল, সময়ই তা বলে দিতো ।


আমি তো নগন্য থাকি পাপে মগ্ন
জানি না কিসে ভালো কিসে মন্দ
মিছে শুধু ব্যস্ত একে অপরে দ্বন্দ্ব
তোমারই স্মরণে পাই মনে শান্তি দু’দন্ড ।


তোমার দ্বারে ক্ষমা প্রার্থী এক ভিখারি
যাকে একদিন দিতে হবে দীর্ঘ পথ পাড়ি
আধাঁর পথে প্রভু তুমি আলোর দিশারী
তুমিই মহামহিম তুমিই আমার কান্ডারী ।


সাফল্য দাও একালে আর পরকালে
ভরসা পাই না নিজ আমলে
বে-হিসাবে আমারে করো পার
তোমার ক্ষমতায় নাই কারো অধিকার ।