চেনা-অচেনা মানুষের ভীড়ে  
আমার মতন সুখী আছে ক’জনা
গোধূলী লগনে শয়নে স্বপনে
এঁকে যাই তাই সুখের আল্পনা ।


চারিদিকে শুনি শুধুই অভিযোগ
সুখহীন জীবনের কান্না
যেখানেই যায় যে দিকেই থাকে
সুখ পাখি কভু ধরা দেয় না ।


সুখের অসুখ আজ বেঁধেছে বাসা
কোথাও নেই কোনো সান্ত্বনা
দুনিয়াটা হাতের মুঠোয় এনেও
সুখী হওয়া শুধুই আজ কল্পনা ।


সুখী মানেই নয়তো ঐশ্বর্য্যের পাহাড়
সুখী মানেই নয়তো পদমর্যাদা
সুখী মানেই নয়তো সব কিছু পাওয়া
সুখী মানেই নয়তো হওয়া রাজা- মহারাজা ।


দু’মুঠো ভাত যদি জোটে
চিন্তার খোরাক যদি থাকে
প্রভুকে দেখার অর্ন্তদৃষ্টি যদি থাকে
জাগিয়ে তোলো সুপ্ত সুখ-পাখিটাকে ।


তোমারই মাঝে ঘুমিয়ে সে আছে
চিনে নাও তাকে নিজ প্রাণের মাঝে ।