যা কিছু হয় , যা কিছু ঘটে
আলো-আধাঁরে এই মহাবিশ্বে
সবই তাঁর নির্ভুল পরিকল্পনা
তিনিই আল্লাহ, যিনি সর্ব ক্ষমতার শীর্ষে ।


যা কিছু হবে, সব তাঁরই ঈশারায়
মেনে নাও, জেনো সবই কল্যাণকর
অভিযোগ-অনুযোগ ভুলে গিয়ে
ঈমানী বিশ্বাসে হও বদ্ধ-পরিকর ।


তুমি আর আমি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র
জরা-জীর্ণতায় বিবর্ণ
মহান প্রভুর অসীম জ্ঞানের কাছে
যা কিছু জানো, তা অতি নগণ্য ।


কী খাবে কী পাবে, জন্ম-মৃত্যু-রিযিক
নির্ভুল হিসাবের খাতায় আছে লিখিত
যা কিছু হবার তা-ই ঘটবে
মহান আল্লাহর কাছে সবই নির্ধারিত ।


‘আল্লাহর পরীক্ষায় পাশ’-
এতোটা সহজ নয়
সব মেনে নিয়ে শুধু এগিয়ে চলো
আস্থায় আর বিশ্বাসে মিলবে
                     তোমার জয় ।