আজিব দেশের মানুষ আমি,আজিব আমরা সবাই
যেই দেশেতে বিজ্ঞজনের নাই তো কোনো ঠাই
মূর্খরা সব জ্ঞানী সাজে, তারাই করে জ্ঞানের বড়াই
গরিবেরা মরে উপোষ করে বিত্তশালী করে খাই খাই।
 
রাজনীতিতে আজ ঘুন ধরেছে, নীতি বলে আর কিছু নাই
নেতাদেরই শুধু জাত আছে অন্যদের কোনো জাত নাই
কালো টাকা অনেকের'ই আছে সাদা টাকা কোথা পাই
মিথ্যের কথারও ধাঁর আছে, সত্যবাদীর দাম নাই ।
 
এমন কি আর কোনো দেশ আছে, জানতে শুধু চাই
সংবিধানে সবই লেখা আছে, কাজের বেলাতে নাই
আঁঙ্গুল ফুলে সবে কলা গাছ হয়, নেতা হয় সবাই 
আমি তো ভাই নিরীহ মানুষ, বল আমি কোথা যাই।


স্বপ্নদেখি দেশকে নিয়ে, ভাবি আবার নতুন করে সাজাবো
সব কিছু'ই ভুলে গিয়ে তারে আবার নতুন রঙে রাঙাবো
রক্তচোষা সব ফিরে এসে  ধ্বংস করে ঐ স্বপ্নকে
জানি না কতটা রক্ত ঝরালে শোধারানো যাবে এই জাতিকে।


অশান্ত দেশে অশান্ত সাগরে, কুল-কিনারা কোথা পাই
রক্ষকরা আজ ভক্ষক যেনো, বিশ্বাস বলে  কিছু নাই
শুধু বুভুক্ষের দল, যে দিকে যাই যে দিকেই তাকাই
কোটি মানুষের ভিড়েও আমায় ঘিরে ধরে নিঃসঙ্গতাই।