হুরের খবর শুধুই কানে আসে
কল্পনাকেও হার মানাবে সে
মন জুড়াবে তার রূপের আবেশে
যে প্রাণের হয়ে থাকবে সদা পাশে ।


পঙ্কিলতা থাকবে না তার মনে
কিংবা রূপের লোক দেখানো ঢং
মুখ ভর্তি থাকবে না তার
আলতা-স্নোর কম দামী সব রং ।


দীঘল কালো চুল হবে যে তার 
কণ্ঠ হবে মায়ায় ভরা সুর
ডাগর ডাগর চোখ যে হবে
নজরকাড়া  সেই স্বপ্নময়ী হুর ।


এই ধরণীর হুরাঈনদের বয়স শুধু বাড়ে
কিছু আছে স্বামীদেরকে অল্পেতেই ঝাড়ে
দিনে দিনে আবেগ তাদের হারিয়ে যায় দূরে
আর কতদিন এই হুরেরা জ্বালাবে এমনি করে ?