মা’য়ের মতন নাই যে কেউ
এই পৃথিবীর ‘পরে
জীবন দিয়ে সে বাসবে ভালো
শত জনম ধরে ।


এই পৃথিবীর সব প্রাণীও
চিনে মা’য়ের আদর
তাই মা হারা কোনো সন্তানদের
দেয় না কেউ কদর ।


মা’য়ের আদর ভালোবাসার
তুলনা কিছুর নাই
তাই তো যত দূ:খ- কষ্ট
যাই যে ভুলে যাই ।


মা যে আমার বটবৃক্ষ
আগলে রাখেন সব বিপদে
আসে আসুক যত তুফান
থাকি সেথায় নিরাপদে ।


মা’য়ের দোয়াই ঐ আরশে
পৌছেঁ সবার আগে
মা’য়ের দোয়া যে মতি সম-
এর চেয়ে বেশি, আর কিছু কী লাগে ?


আমার কোনো কষ্ট-শোকে
মা-ই শুধু রাত্রি জাগে
হাসি-মুখে সব নেয় যে মেনে
ভালোবাসার অনুরাগে ।


মা’কে আমি চাই যে আমার
এই জীবনের সব কিছুতে
প্রভুর কাছে তাই রইলো দোয়া
সকল মোনাজাতে -
‘ মা’কে আমার বাচিঁয়ে রাখো
আরো বেশি নেক হায়াতে ‘।