আমি সেই পাখি হবো,
তোমার গানে সুর দিয়ে নীরবে দূরে উড়ে যাবো…
অভিমানে নয়, জেনে বুঝেই উড়ে গিয়ে দূরে
কোথাও হারাবো ।
তোমার আক্ষেপ বাড়িয়ে লুকিয়ে রবো,
যেন স্মৃতির মায়ায় তুমি আমায় আঁকো ।


আমি সেই আধাঁর হবো ,
তোমায় জোছনার কোমলতা দিয়ে
নিজে মরূর প্রান্তরে মিলাবো …
হয়তো তুমি জোনাকির আলোয় আমার
পথের ঠিকানা খুঁজবে!


আমি স্নিগ্ধ বাতাস হবো,
হবো সেই দখিনা বাতাস, তার উম্মাদনা
তোমায় করবে আনমনা, জড়িয়ে রবে
অনাদি কাল, আর আমি ঘূর্ণি হয়ে পথ হারাবো ….
অভিমানে নয়, জেনে বুঝেই আমি হারাবো !


আমি আলো হবো,
হবো সেই চাঁদের আলো,
তোমায় একগুচ্ছ রঙের আলো দিয়ে
নিজেই আধাঁরে রয়ে যাবো …
প্রাণখোলা হাসি দিয়ে তোমায় মাতিয়ে করুণ হবো, 

হবো সেই পূর্ণিমার চাঁদ,
থাক তোমার কাছেই পূর্ণিমা থাক ……
আমার ভাগে অমাবস্যাটা রয়ে যাক।


কোন একদিন আমি হারাবো,
অভিমানে নয়, জেনে বুঝেই আমি হারাবো …….
হয়তো কোন একদিন তুমি আমার মতই
হারিয়ে যেতে চাইবে,
তোমার হারিয়ে যাওয়ার চেয়ে
আমার দূরে থাকাটাই বেশি সহজ !