তুমি চাইলেই আমি হতে পারি
মহাবীর আলেকজান্ডার
তুমি চাইলেই আমি হতে পারি
বিদ্রোহী, দুরন্ত-দূর্বার ।

তুমি চাইলেই আমি হতে পারি
প্রলয়ংকরী স্রোত-ধারা
তুমি চাইলেই আমি হতে পারি
আলোকবর্তিকা, যারা পথহারা ।

তুমি চাইলেই আমি হতে পারি
কাংখিত সকলের
তুমি চাইলেই আমি হতে পারি
নৃশংস সর্বকালের ।

তুমি চাইলেই আমি হতে পারি
বাঁধনহারা তোমার জন্য
তুমি চাইলেই আমি হয়ে যেতে পারি
এই পৃথিবীতে ধন্য ।

তুমি চাইলেই আমি এনে দিতে পারি
সুখ, এই বাংলার বুকে
তুমি চাইলেই আমি এনে দিতে পারি
প্রাণ খোলা হাসি-উল্লাস সকলের মুখে ।

তুমি চাইলেই এক্ষুণি লিখে দিতে পারি
কিংবদন্তি কোনো মহাকাব্য
তুমি চাইলেই এক্ষুণি এঁকে দিতে পারি
দূবোর্ধ্য কোনো চিত্রকর্ম ।

তুমি চাইলেই সকলের বক্ষ চিরে এনে দিতে পারি
ভালোবাসা তোমার পদপ্রান্তে
তুমি চাইলেই শুধু পারবো না
-“এই প্রাণটা দিয়ে দিতে “।