তোমারই নামে দিন করি শুরু, রাত করি শেষ 

তোমারই নামে যত অশুভ শক্তি হয় নি:শেষ
অশান্ত মনে আসে প্রশান্তি তোমারই গুণ-গানে 
যে
দিকে তাকাই খুজেঁ পাই তোমারই শ্রেষ্ঠত্বের মানে।


তুমিই মহান তুমিই অসীম, প্রয়োজনে প্রলয়ংকর

তুমিই রাহীম তুমিই কারীম, তুমিই শুভংকর
দৃশ্য অদৃশ্য সব কিছুই তোমার হুকুমের গোচরে

বিস্তৃত সাম্রাজ্য তোমার,শূণ্য থেকে অতল গভীরে

।


বিপদে - আপদে তোমারই নামে পাই সান্তনা

তোমার কাছে সকলেই সমান, অবিচার তুমি করো না

পাহাড় সম পাপের তওবাতেও তুমি করো করুণা 
যে
কিছু চায়, তা’ ই পায় , কাউকে তুমি ফিরাও না ।


আমিও লোভী হয়ে, যা’ই চেয়েছি তোমার দরবারে

পেয়েছি বে-হিসাব , বি-মুখ তুমি করোনি আমারে 

এমনি করেই প্রভু সহজ করে দাও শেষ বিচারে 

পাপী-তাপী তাই তোমারই দ্বারে ফিরে আসি বারে বারে।