দিনের ব্যস্ততা পেরিয়ে যেমন আসে অলস আধাঁর
কোন একদিন সব কোলাহল ফুরাবে আমার
সাঙ্গ হবে পৃথিবীর লেনদেন যত কারবার
একদিন তোমাদের মাঝেও থাকবো না আর ।


এতো ভালো লাগে পৃথিবীর এই রঙিন-সংসার
সুখে দূঃখে প্রিয়জনই যেন আনন্দ-অপার
যেখানেই থাকি তারই পানে মন ছোটে বারে বার
মন নাহি চায় তবুও যেতে হবে হায় ঐ পরপার ।


একদিন দূঃখ স্মৃতি মিলে মিশে হবে একাকার
শক্ত বন্ধনে আমায় বেধেঁ রাখতে পারবে না আর
সময়ের আগে-পরে চলে যেতে হবে সবার
কোন একদিন আমারও এলান হবে জানাযার ।


সোনালী দিনগুলোর অবসান হবে আজ
এই বিদায়ের বেলায় শুধুই সম্বল ভালো যত কাজ
পাপ-পুণ্য সব হিসাবের খাতায় করবে বিরাজ
ধূলার ধূলিতে শয়ন ধনী-গরীব কিনবা রাজা-মহারাজ ।
 
এই পৃথিবীতে বুঝি বিজ্ঞ সে'ই সুধীজন
অবহেলে সময় সে করে না ক্ষেপন
সাধনায় শানিত করে তার প্রতিটিক্ষন
এই জগতের চেয়ে মূল্য ঐ জগতের জীবন ।