ক্ষণিকের পৃথিবী, ক্ষণিকের জীবন
প্রত্যহ সবাই ভুলে যেতে চাই প্রাণপণ
‘জন্মিলে মরিতে হইবে’ বাণী চিরন্তণ
এতো জানি তবুও বুঝে না তো মন ।

মোহ আছে মায়া আছে চারিপাশে
প্রাণের বন্ধন মিশে থাকে নিঃশ্বাসে
জীবনের পাকে কত শত স্বপ্ন যে ভাসে
সময়ও কেটে যায় ব্যস্ততার আবেশে ।

সুখ-সাধনায় যৌবন যে যাচ্ছে পিষে
যদিও হিসেবে অল্পই মিলে, দিন শেষে
কখনো ভেবে ভেবে মনে, ভয় আসে
অসহায় বিবেক শুধু অগোচরে হাসে।

ক্ষুদ্র এ জীবন, তবুও এতো আয়োজন
জানে না কেউ, এ জীবন, ফুরাবে কখন
কিছুই যাবে না সাথে, কিনবা প্রিয়জন
সঙ্গী হবে শুধু এক টুকরো সাদা-কাফন।