এই জীবনে যেমনি করে স্বপ্ন-সুখ আঁকো
যেমনি করে ভাবনা গুলোয় দাও যে রঙের আলো
যেমনি করে কঠোর শ্রমে ত্যাগের বাতি জ্বালো
তেমনি করেই জীবন তোমার সাজবে জেনো আরও।


জীবনটা এক সোনার হরিণ, যদি ভাবো সোনা
সবাই কি আর জানে নাকি, জানে হাতেগোনা
সোনা নিজে হয়না সোনা, যদি না লাগে তা কাজে
জীবনটাও তেমনি হবে, যেমনি ভাবো নিজে ।


যদি ভাবো, জীবন বুঝি জটিল-কুটিল কিছু
কারণ ছাড়াই অ-শনিরা, নেয় যে তোমার পিছু
অনেকটা পথ পেড়িয়েও বুঝি, আছো আগের মতই
সুখের চাকা ঘুরছে না তো, ঠেলছো তুমি যতই ।


আপন মনে বলো বুঝি - ‘জীবনটা সাদামাটা’
এই জীবনটা সাজাতে কেনো, এতটা পথ হাঁটা ?
হয়তো তুমি ভাবছো সবি, আসবে অনায়াসে
সুখের চেরাগ আসবে বুঝি মেঘের কোলে ভেসে !


এই ধরণীর মেঠো পথটা একটু ধূলোয় ভরা
ধৈর্য ধরে এগিয়ে গেলে কেটে যাবে খরা
তবে রঙের জীবন রাঙাতে হবে স্বপ্ন এঁকে-এঁকে
এই ধরণীর রঙ-ও বদলায় জীবন স্রোতের বাঁকে।