এই যে ছুটে চলা জীবনের টানে যখন যেখানে
জনম ধরে ব্যস্ত জনে জনে সুখের যত আয়োজনে
জীবনের শুরু যেমন শেষও আছে কোনো ক্ষণে
অজানা ভয়ে দুলে উঠে মন হঠাৎ আনমনে ।


এই চরাচরে কত না ঢেউের ভীড়ে মুক্তরা হারায়
কিছু তো ভেসে যায় কিছু বা অতল গভীরে মিলায়
আজও দিন কাটে সবার নিত্য এই রঙের খেলায়
সাঁজবেলাতে জোঁছনাটা পড়ে রয় একাকী নিরালায় ।


জীবন ঢেউের ভীড়ে ছোট তরী আমার উঠে শুধু টলে
হারিয়ে যাবে বুঝি অতলে, ঢেউটা যখনি উঠে ফুলে
যে পথেরই পথিক হও তুমি, যেও না সে পথ ভুলে
সঠিক গন্তব্যের মাঝি আবারও ফিরে আসে কূলে।