হজ্বের কথা মনে হলেই মন যে কেমন করে
ইচ্ছে জাগে যাই চলে যাই ঐ কাবা’র ঘরে
যার পরশে নতুন করে সবাই জীবন গড়ে
ঐ জায়গাতে গেলে সবার মনটি যে যায় ভরে।


ঐ শহরে মন ছুটে যায়, আবেগী এক ছোঁয়ায়
বিশ্ব নবীর ত্যাগের কথাই শুধু মনে পড়ে যায়
পাষাণ হৃদয়ও যায় গলে যায়, ঐ মদিনার মায়ায়
হজ্বের শেষে বিদায় নিতে, মন করো না চায় ।


আখেরাতের হিসাব যাদের, একটুও না ভাবায়
বিশ্ব নবী জন্য হৃদয় যাদের, একটুও না কাঁদায়
একবার হলেও যাওনা তোমরা মক্কা-মদিনায়
মনটি তোমার কোমল হবে ভালোবাসার ছোঁয়ায়।


সব মোমুনে’ই স্বপ্ন দেখে সারা জীবন ধরে
হজ্বের সুবাস যেন পেতে পারে প্রতি বছর ঘুরে

প্রাণ ভরে ভাই করো দোয়া, গিয়ে আল্লাহর ঘরে 

আর সালামটি মোর পৌছে দিও, প্রিয় নবীর তরে।