মা’গো তোমায় চাই যে আমার শুধুই আমার জন্য
তোমার ছায়া পেয়েও আমি হই যে মা’গো ধন্য
তোমায় খুশি করতে গিয়ে, হোক এই দুটি হাত শূণ্য
তোমার মুখে তাকিয়ে থাকাও আমার জন্য পুণ্য ।


মা’গো তুমি এত আদর কোনখানেতে রাখো
দিন প্রতিদিনের কষ্ট গুলো হাসি মুখে মাখো
আমায় নিয়ে শত কাজেও ক্লান্ত থাকো নাকো
কেমন করে আমায় তুমি মধুর সুরে ডাকো ।


আল্লাহ তোমার অশেষ রহম, মা’কে রহম করো
চাইলে তুমি, সব কিছুই তার সহজ করতে পারো
মা’কে অমি চাই যে কাছে, চাই যে জীবন ভর
ভালবেসে মা’কে আমার রাখবো মাথার উপর ।


মা’গো তুমি থাকলে পাশে,সূর্যটাও হয় ফিকে
যেথায় থাকি তোমার সুবাস পাই যে চারিদিকে
একটু সুযোগ দাও গো প্রভু, দাও না এই পাপীকে
একটি দিনের সুখের হাসি বিলিয়ে দিবো মা’কে ।