মাগো তোমার স্বপ্ন পূরণ
চাইলেই আমি করতে পারি
তুমি চাইলে রুখতে পারি
সব দূর্ভিক্ষ আর মহামারি ।


মাগো তোমার দেয়া ইশারাতে
তুলতে পারি মুক্তো মানিক
তোমার আদেশ মানতে আমি
বইতে পাড়ি কষ্ট অধিক ।


তোমার মধুর হাসির জন্য
ছিনিয়ে নিবো চন্দ্র তারা
তোমায় পায়ে সব বিলিয়ে দিয়ে
হতেও পারি সর্বহারা ।


শুধু পারবো না মা’র স্বাদ পূরণে
কোন রাজ্যের শাসক হতে
মজলুমের ঐ শোষণ-পীষণ
চাই না হোক কোনো মতে ।


চাই না হতে অর্থ লোভী
চাই না হতে কোন ভক্ষক
চাই না হতে ঐ রক্ত-চোষা
চাই না হতে জালিম নামের রক্ষক ।