মানুষের মাঝেই, কত যে মানুষ মিশে আছে
কেউ তো শির উঁচু করে আত্মবিশ্বাসে বাঁচে
কেউ বা পরাজিত হয় মোহ-মায়ার কাছে
তাদেরই মাঝে লৌহ মনের মানুষও বিরাজে।


কারো কাছে তো সবচেয়ে দামী আত্মসম্মান
হার মানবে না কিছুতেই, যদিও যায় যাক প্রাণ
যুদ্ধ করেই কেটেছে জীবন যুদ্ধ আরও করবে
কারো কাছে নত না হয়ে, যুদ্ধ করেই মরবে ।
 
‘মনের বলে’ তারা হয় বলিয়ান, চলেও একা একা
জীবন চলার পথটা যতই হোক না আঁকাবাঁকা
অল্পেই না হয় তুষ্ট হবে, থাকুক অল্প আয়োজন
আত্ম-মনোবলই তাদের সাতটি রাজার ধন ।


আমারও তো ইচ্ছে করে তাদের মতই হবো
বুক ফুলিয়ে শির উঁচিয়ে নিজের মতই রবো
হাত পেতে নয়, দান করেই যেন সুখী হই
আল্লাহ তোমার, কাছেও যেন কৃতজ্ঞ হয়ে রই ।


লৌহ মনের মানুষই হবো, থাকবো সুখে দূঃখে
পথহারাদের সাথী হবো, ফুটাবো হাসি মুখে
চাই না হতে মুখোশধারী আর সু-সময়ের মাছি
ভালো কিছু করেই সবার থাকবো কাছাকাছি।