দানবের গন্ধ শুধু পাই যে দিকেই তাকাই
গিলে খাচ্ছে ছিন্ন করছে সবেকে সবাই
মানুষের ভিড়ে কেবল দানবের রূপ খুজে পাই
তার মতন বড় দানব, আমি তো দেখি নাই ।


কারণে অকারণে তার উম্মত্ততা চলে সদাই
মানুষের রাজপথে আজ দানব চলেছে একাই
সুস্থ মানবতার বুঝি আজ নাই কোথাও ঠাই
নৃসংশতা চলছেই, দিয়ে মানবতার দোহাই ।


আয়নায়, মাঝে সাঝে আমিও দেখি নিজেকে
কতটা মানুষ, আর কতটা দানব বলে লোকে
মানুষের মতই দেখতে, মানুষই কেবল মুখে মুখে
শুধু দানবের ছায়াখানি লুকায়ে রেখেছি বুকে ।