ভাষায় আত্ম ত্যাগ, দিয়ে ছিলো শুধুমাত্র বাঙালীরা
ভাষার ইতিহাসে লেখা রবে সেই বীরেরা'ই সেরা
রক্তের দামে ভাষার মাঝে দিয়েছিলো সুর যারা
সেই প্রত্যয়ে বেড়ে উঠুক বাংলার আগামীর ছেলেরা ।

যে ভাষা দিয়ে মায়ের ডাক আরো মধুর যেন লাগে
সে ভাষার জন্য প্রাণ দিতে আমারও যে স্বাদ জাগে
গল্প, কবিতা যত হয়েছে লিখা জীবনের অনুরাগে
সেই ইতিহাস লেখা হয়ে থাক, শত যুগে-যুগে ।

আমার মুখের হাসিও ফোটে আমার মায়ের ভাষাতে
চোখের কোণে কান্নাও ভাসে ঐ বাংলা ভাষাতে
এই জীবন-মরণও, হয় যে বরণ নিজের ভাষাতে
মনের গোপন ভাবেরও প্রকাশ হয় সেই ভাষাতে ।

'মুখের ভাষা জোর করে তুমি, পারো কেড়ে নিতে'-
বুকের চেতনা কেড়ে নিও জালিম তবে ভেবে চিন্তে
জুলুমের দংশনে ঠেকেছিলো পিঠ ধৈর্য্যের শেষ প্রান্তে
দিনশেষে দূর্বলও হয়ে ওঠে ভয়ংকর,সকলের অজান্তে ।

আর নয়, রক্তের দামে আর কোনো কিছু কেনা নয়
মায়ের ভাষা এই বক্ষের মাঝে আমরণ রবে নিশ্চয়
মায়ের মতই এই ভালোবাসার নেই যে কোন ক্ষয়
প্রতিবাদী আলোয় বাঙলা ভাষা হয়ে থাকুক বিস্ময়।