ইচ্ছে করে যাই ফিরে যাই
হাসিমাখা সেই সোনালী অতীতে
আমার প্রাণের বাংলার বুকে
মন মাতানো সবুজের ধান-সিড়িঁতে।


রং বে রঙের সেই স্মৃতি গুলো
আজও দিয়ে যায় দোলা
হাসি উল্লাসে পাখির কলতানে
মন-প্রাণ হয়ে যেত উতলা ।


বাঁশ বাগানের ছায়ার স্নিগ্ধতা
পুকুর পাড়ের বাতাসের কোমলতা
প্রাণটা জুড়ায় আনে মুগ্ধতায়
হৃদয়ে বাড়ায় আকূলতা ।


ঐ রাতের আকাশটা আজও প্রাণবন্ত
জোঁছনাটা আছে আগেরই মত
শুধু পড়ে আছি এই যান্ত্রিক শহরে
পরগাছারই মত জীবনমৃত ।