তোমারই কথা পরানের মাঝে
ক্ষণে ক্ষণে রিনিঝিনি বাজে
হারানো সুখ গুলো আজও রাখা আছে
জীর্ণ স্মৃতির ভাজে ভাজে ।


হাসিমাখা ছিল সেই দিন গুলো
মনে মনে কত টান ছিল
রঙ-বে'রঙের কত স্বপ্ন ছিল
সুরে সুরে কত মিল ছিল ।


শান্ত আকাশে যেন হঠাৎ ঝড় এলো
সোনালী রৌদ্র যেন আধাঁর হলো
প্রাণের স্পন্দন কোথায় হারোলো
দিনে দিনে সব কেনো ফুরালো ?


হারানো মেঘের মতন হারিয়েছো
তীরের ঢেউ-এর মতন ভেঙ্গেছো
রংধনুর মতন যেন মিলিয়ে গেছো
তবে কেন এ হৃদয়ে ছঁবি একেঁছো ?


এই আকাশে জোছনা জ্বলে মিটিমিটি
হৃদয়ের জানালা আজও খোলা সবকটি
আজও খুঁজি সে’ই পরিচিত প্রিয় মুখটি
হাজারো তারার ভীড়ে যেন শুকতারাটি ।