ইচ্ছে করে, ইচ্ছে মতই অনেক কিছু করতে
স্বপ্ন একেঁ স্বপ্ন গুলো ইচ্ছে মতন ধরতে
ইচ্ছে করে ভোরের মতন সূর্য হয়ে উঠতে
সেই আলোতে নতুন করে ফুলের মত ফুটতে ।


মনের মাঝেই আকাশ-কুসুম চলে চলুক যত
ভয় কি তাতে, নতুন কোন স্বপ্ন দেখায় থাক যদি ব্রত
দৃষ্টি করো প্রসারিত, ডানা মেলা পাখির মত
নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখো শত শত ।


আধাঁর যতই হোক না ঘন মনের আলোই আলো
ভালোবাসাই পরশ পাথর থাকুক যতই ধূলো
ভুলের ভিড়ে ভুলের জীবন হোক না এলোমেলো
ইচ্ছেটাকেই ইচ্ছে মতন রাঙিয়ে নিলেই হলো ।