নতুন আরেকটি দিনের অপেক্ষায় চেয়ে থাকা
নতুন আরেকটি বছরের জন্য মনে স্বপ্ন আঁকা
পেছনে পড়ে থাক পুরাতন সব জীর্ণতা যত ব্যর্থতা
অনাগত দিনগুলো নিয়ে আসুক হাজারো পূর্ণতা।

জীবনের গল্প নয়তো রঙ তুলির কোনো আঁচড়
সুখ-দুঃখের মাঝে লুকিয়ে থাকা যেন এক নিশাচর
দুঃখরা যে আসে লুকিয়ে, ভাসিয়ে যায় বেদনায়
সুখেরাও আসে নীরবে, রাঙায় সুখের আল্পনায়।

মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকে প্রত্যাশায়
অপূর্ণতা যা ছিল আসবে ভেবে বাঁচে সেই আশায়
সব জীর্ণতা মুছে যাবে একদিন নতুনের ঐ আলোয়
দু’চোখের স্বপ্ন যা ছিলো একদিন হবে তার জয় ।


নতুনের আলোয় আলোকিত হবে আবার নতুন করে
নতুন স্বপ্নের আলোড়নে আঙ্গিনা বুঝি উঠবে এবার ভরে
পুরাতন যা কিছু ভুলে যাও তারে রেখো না মনে ধরে
হোক পরাজয়, আবার নতুন করে গেয়ে যাও নতুন সুরে।

স্বপ্ন পূরণ হোক বা না হোক স্বপ্ন নিয়েই বেঁচে থাকো
ভুল হোক,নতুন কোন স্বপ্নই মনের মাজারে আঁকো
নতুন দিনের ভাবনায় নতুন করেই জীবনটাকে গড়ো
মানুষ হয়ে সভ্য মানুষের মতই বিশ্বটাকে জয় করো ।