ঐ জান্নাত কিংবা ঐ স্বপ্নময় জগৎ
চাই না আমার ঐ নাজ-নিয়ামত
কাঙ্গাল মন শুধু চায় তোমার'ই রহমত
তোমার সন্তুষ্টি’ই আমার হীরা-জহরত ।


নামাজের ধ্যানে তোমাকেই চাই
যিকিরের স্বাদে যেন তোমাতে হারাই
সুখ-দূ:খ বলে আমাতে কিছু নাই
তোমার পরশে আমি তো সব পেয়ে যাই ।


আমার অন্তরের প্রান্তর সবই তোমার জানা
তোমার শক্তির কাছে আমি তো কিছুই না
তোমার কাছে ফিরতে হবে , তুমিই শেষ ঠিকানা
কৃপা করে কবুল করো দূর্বলের যত বন্দনা ।


দূর্বলের সাথেই তুমি থাকো তাই পাই সান্ত্বনা
সুক্ষ্ম কর্মেরও দাও প্রতিদান অবিচার তো করো না
ভঙ্গুর ঈমানে তোমার প্রিয় হতে হয়তো পারবো না
আমার মুক্তি শুধুই তোমার- ‘অপার করুণা’ !