যা কিছু চাই , যা কিছু পাই
ধন-সম্পদ যা’ই কামাই , যা'ই জমাই
কিছুই তো আর চিরকাল থাকে না
তাই - এই দুনিয়া ভালা আমার লাগে না ।


বাবা - মা সবই পেলাম
পরিবার - পরিজন সবই পেলাম
তবুও তারা আজীবন কাছে থাকবে না
তাই - এই দুনিয়া আর আমার ভালা লাগে না ।


ধৈর্য ধরে কোনো ক্রমে, দিবা -নিশি কষ্ট শ্রমে
আদর-সোহাগ , মান - সম্মান সবই পেলাম
তবুও নাকি সব-সময় তা থাকবে না
তাই - এই দুনিয়া ভালা আমার লাগে না ।


ভাগ্যক্রমে বউ পেলাম , ছেলে-মেয়ে সবই পেলাম
হালাল রুজি সবই খেলাম
একটা সময় কোনো কিছুই নাকি আর থাকবে না
তাই - এই দুনিয়া ভালা আমার লাগে না ।


ধর্ম-কর্ম সবই করলাম
নবীর কর্ম সবই নিলাম , তবুও নাকি এই দুনিয়ায়
বেহেশত আমি পাবো না
তাই - এই দুনিয়া আর আমার ভালা লাগে না ।


বন্ধু বলো মিত্র বলো  
পরম বন্ধু কোনো দিনও মিলবে না
আল্লাহ ছাড়া পরম বন্ধু অন্য কেহ হবে না
তাই - এই দুনিয়া ভালা আমার লাগে না ।
 
আল্লাহ বলেন -
'বান্দা তুমি এই দুনিয়ার মোহে কিন্তু পড়ো  না ,
ধৈর্য ধরো আর কিছুকাল, নিরাশ তোমায় করবো না
কী নিয়ামত-শান শওকাত রাখা আছে ;
চিন্তাও করতে পারবে না '
-তাই ঐ দুনিয়া’ই ভালোবাসি
এই দুনিয়ায় আমি আর থাকবো না ।