সুখের ফুল সজ্জা তো নয় এই ধরণীর জীবন
দূঃখ-সুখ মিলিয়েই চলে এর নিত্য আয়োজন
ক্ষণিকের জীবন, তবুও কারো লাগে অসহনীয়
আক্ষেপের সুরেই বলে ‘প্রভু! আমারে তুলে নিও’।

দুনিয়া হতে চলে গেলেই, খেলা তো শেষ নয়
ওপারের হিসাবের কথাও ভাবতে হবে নিশ্চয়
মুসলমান যারা, মৃত্যুরে কি আর, পায় ভয়
কতটুকু সঞ্চয় করেছি, ভেবে, মন কী ভীত নয়!

যেই দোয়াই করো না কেনো, ভেবেই যেন করি
সকল দোয়াই হয় যে কবুল, করো না তরিঘড়ি
এ জীবনটা ছোট্ট অতি, আসবে না আর ফিরে
জয়-পরাজয়ের হিসাব-নিকাশ হবেই তাকে ঘিরে ।

কেউ তো বলে ‘মরলে পরে যা হবার তা-ই হবে’
এতটা দুঃসাহস এই বুকে জানি না হবে কবে
দুর্বল আমি শুধুই মহান আল্লাহর করুণা যাচি
যতদিনই আছি তাঁর সন্তুষ্টি নিয়েই যেন বাঁচি ।