মনে কি পড়ে জীবনের সেই সব উত্থান- পতন
ভারাক্রান্ত মন হাল ছেড়ে দিতে চাইতো যখন
জীবন যুদ্ধে টিকে থাকার কত যে চেষ্টা প্রাণ-পণ
সে’ই তো সুখীজন, ভুলে না যে অতীতের জীবন ।


‘এত যে সুখ তাই সুখের কান্না চোখে আসে’-
পেছনের স্মৃতি গুলো বুঝি আজও চোখে ভাসে
কিছুই তো পাইনি এই পৃথিবীকে ভালোবেসে
সবই পেয়েছি আমি প্রভু তোমার কাছে এসে ।


আজ এতো সুখে আছি তবুও অনুযোগে ভাসি
পূর্ব দক্ষিণে ছুটি, আরও সুখ চাই রাশি রাশি
একদিন সব ছেড়ে যাবো, হতে হবে পরবাসি
তবুও কেন পৃথিবীর মরীচিকা এতো ভালোবাসি ।