করোনা’র করুণায় অনেক হারিয়েছি
হিসাবের খাতায় অনেক লিখেছি
এর’ই জন্য থেমেছে জীবনের স্পন্দন
অনেক বিচ্ছেদে মানুষের ক্রন্দন ।


করোনা’র যুগে আর এই সুযোগে
অসাধু জনে আরো অসাধু হয় অকারণে
অসহায় মানুষ হয় আরো নিরুপায়
সমাজপতিদের ভাগ্য যেন আরো খুলে যায় ।


স্বজন হারিয়ে নিদারুণ কষ্ট-ভোগে
জীবনের স্বপ্ন গুলো গেছে আঁধারে ঢেকে
পুরাতন সংসারও অনেকের গেছে ভেঙ্গে
একবিংশ শতাব্দীর এই মহামারীর যুগে ।


আমরা যদি আরো সরে যাই প্রভু-ভক্তি থেকে
অশুভ শয়তানী শক্তি তত ধরবে জেঁকে
মুক্তির পথ পাবো না যদি চলি উল্টো দিকে
ধীরে ধীরে ঈমানী আলোও হয়ে যাবে ফিকে ।


যত মুসকিল তত আছান, ডাকো আল্লাহকে
দিনে দিনে ভারী করো বিশ্বাসের পাল্লাকে
যদি ডাকো, সবার আগেই পেয়ে যাবে তাকে
তিনিই কান্ডারী জীবন-অশান্তির ঘুর-পাকে ।