পলাশের শত শত ঐ লাল পাঁপড়িতে
স্নিগ্ধতার ছোঁয়া লাগে সোনালী প্রভাতে
ফাগুনের জোয়ার যেন আজ নগরীতে
কলতানে মুখরিত আঙিনা পাখ-পাখালিতে।

রঙের ভেলায় ভেসে সুখের আবেশে
স্মৃতিগুলো যেন আবার উঠে হেসে
সারি সারি নগরীর মেঠো পথের পাশে
রঙে রঙে রঙিন সব লাল পলাশে ।

আজও মন ছুঁয়ে যায় আগেরই মতন
লাল পলাশের ভীড়ে প্রতিটিক্ষণ
ছুটে যায় আমার এই খেয়ালি মন
পত্র -পল্লবে হারাতে চায় এ জীবন ।