ঐ আযানের সুমধুর ধ্বনি
কতদিন ভেসে আসে না
দূরের এই দেশে বসে আছি  
শুনি না এখানে সেই প্রাণের মূর্ছনা ।


দূরের এই সাত সমুদ্দুরে
মন যে মানে না একাকীত্বে
সবই আছে আসে পাশে,তবুও
আনে না প্রফুল্ল এ চিত্তে।


নাই বা শুনি ঐ আযানের ধ্বনি
মনের গভীরেই বাজে আযানের ডাক
ছুটে যাই ঠিক সময়ে মাসজিদে
সেই আযান হৃদয়ের মাঝেই বেঁচে থাক ।


আযানের ডাক নাইবা শুনি
দয়াময় প্রভুর কাছে এ প্রার্থনা
মাসজিদ যেন থাকে অগনিত
সিজদার স্হান যেন কমে না ।


যে যেখানেই যাও রিজিকের টানে
নবীর সুন্নাতকে দিও প্রাধান্য
সিজদার স্হান মাসজিদেই হোক
জীবিকার টান হোক গৌণ ।