ভাবছো তুমি দেশের মায়া ভুলেই বুঝি গেছি
সুখের আশায় দেশকে ছেড়ে দূরে সরে গেছি
আমরা যারা দেশকে ছেড়ে বিদেশ পরে আছি
দূরে বসে আমরা নাকি সুসময়ের মাছি !


আরও শুনি,
তোমরা মিজ্ঞা ! পরের দেশে মেধা বেঁচে খাও
দূরে থেকেও দেশের-দশের ভুল শুধু ধরাও
সত্যিই যদি ভালোবেসে করতে কিছু চাও
নিজের দেশে ফিরে এসে হাত বাড়িয়ে দাও ।


দেশে এসে তোমরা কিছু করো’রে ভাই
আর কতকাল পরের দেশে থাকবে হয়ে ঘর-জামাই
অনিয়মকে রুখতে হলে কিছু একটা করা চাই
কেমন করে সব ঠিক হবেরে ভাই,
সবাই যদি ভিন দেশে যাই ?


ভাইরে,
মন যে মোদের বড়ই ব্যাকুল, বুকে লাগে টান
দেশের কথা মনে হলেই , মন করে আনচান
নিজ দেশেতেই মেধার যদি মূল্য কিছু পেতাম
তাইলে কি আর পরের দেশে পাড়ি জমাতাম ?


পুকুর চুরি করছে যারা সকাল-দুপুর কিনবা রাতে
কেমন করে পারবে সে জাতি সুখ পাখিটা ধরতে
দেশ যে আমার জীর্ণ হলো দূর্নীতিরই আঘাতে
এর প্রতিরোধ গড়তে হবে সরকারেরই কঠোর হাতে ।


দেশ যে আমার হয়ে গেলো তলাবিহীন ঝুড়ির মত
লাভ কি বলো অপাত্রেতে মেধা-শ্রম ঢালোই যত
দুর্নীতিতে পোক্ত যারা বুজবে কি তারা কষ্ট কত
বড় বড় ডিগ্রী নিয়েও বেকার থাকে শত শত ।


সাধে কি ভাই হয়েছি সবাই আজকে পরদেশী
মন তো চায় ছেড়ে-ছুড়ে সব, দেশেই ফিরে আসি
স্বজন নিয়ে সুখে-দুঃখেই থাকি পাশাপাশি
নিজ দেশেতেই বুক ফুলিয়ে হাসি সুখের হাসি ।


‘কে না চায় নিজ দেশেতে সফলতা আরও আসুক
ধনে-মান্যে সব পরিবার সুখের ভেলায় শুধুই ভাসুক’-
চলো শপথ নিয়ে রুখে দিই দুর্নীতির সব কালো মুখ
সঠিক ভাবে মানলে আইন থাকবে না আর কোনো দুখ।