বেহেশতি ঐ সুবাস নিয়ে আসে ‘খুশির ঈদ’
সেই খুশিতে সবার চোখের, যায় হারিয়ে নিদ
দিনটা হোক না যেমন তেমন আনন্দটাই মুখ্য
সবার মুখে দেখলে হাসি, হারিয়ে যায় সব দূঃখ।


আয়রে সবাই দল বেঁধে আয় করি কোলাকুলি
মনঃ-কষ্ট, দূঃখ-ব্যথা যাক না সবাই ভুলি
নতুন দিনের মতই আবার নতুন করেই হাসি
ধনী-গরীব সব এক কাতারে থাকবো পাশাপাশি।


বন্ধ দুয়ার দাও খুলে দাও আসুক খুশির জোয়ার
তবেই দেখো, দূঃখি মানুষ থাকবে নাকো আর
কোরবানীর এই ঈদটা শুধু, নয়তো পশু জবাই
আত্ম-শুদ্ধিতে মন-পশুরেও, লাগাম দিও ভাই।


যা কিছুই করো রে ভাই করো আল্লাহর জন্য
তা না হলে ভালো কাজেও পাবে নাকো পুণ্য
হালাল কামাই দিয়েই জেনো শুদ্ধ হবে কোরবানী
হারাম টাকায় আর কিছু নয়, হবে পশুর কুলখানী ।