তিলোত্তমা এই ব্যস্ত ঢাকা শহরে
হাজারো উঁচু দালানের ভীড়ে
সোনালী স্বপ্ন বক্ষে লালন করে
দীর্ঘ পথ চলা আমাদের BCSIR এ ।


আমাদের রাজত্ব ছিল চার দেয়াল ঘিরে
'মমতার বন্ধন' আকাঁ হৃদয় গভীরে
ভালোবাসার বীজরোপন যেনো অগোচরে
মিলেমিশে বেড়ে উঠা একান্নবর্তি পরিবারে ।


হাসি-খুশি ভরা দিন গুলো ছিলো
প্রাণের সাথে মনের মিল ছিলো
যখন-তখন আসা-যাওয়া ছিলো
সবার প্রতি মমতার টান ছিলো ।


আজ বারেবার পেছনে ফিরে দেখি
স্মৃতিপটে সোনালী দিনগুলি আঁকি
যে যত কাছে কিনবা দূরত্বেই থাকি
অটুট বন্ধনে আছে বন্ধুত্বের রাঁখি ।


চির-তারুণ্য আসুক এই বন্ধনে
খুশিতে জোয়ার উঠে স্মৃতি রোমন্হনে
আজও অপেক্ষায় থাকি পুণর্মিলনে
সে’ই পরিচিত প্রিয়-প্রাঙ্গনে ।


ফুলের টানে মৌ-মাছিরা যেমন ফিরে বারেবার
প্রাণের প্রিয়-মুখ গুলোও তেমনি ভাসুক আবার
কাল মহাকাল ধরে আবার মিলবো হাজার বার
এমনি করেই সুখে থাকুক সব, সুখী পরিবার ।


( আমার বাল্যকাল কেটেছে এলিফেন্ট রোডে  বি সি এস আই আর স্টাফ কোয়াটারে , অসংখ্য স্মৃতি তাকে ঘিরে ,
এখনো সবার কথা মনে পড়ে , দৃশ্যপটে সেই সময় গুলো এখনো ভেসে উঠে )