সুখ-স্মৃতি গুলো দ্রুত গতিতে বহমান
তবুও সেই স্মৃতি গুলো আজও অম্লান
আসবে কি ফিরে এই ব্যস্ততার ভীড়ে
হারিয়ে যাওয়া যত সুখের গান ।


আলো-আধাঁরে যখনি সুযোগ মেলে
জীবন- হিসাবের জীর্ণ খাতা খুলে
যা কিছু বিদ্বেষ সব ঝেড়ে ফেলে
হারিয়ে যেতে চায় সুখ-স্মৃতির অতলে ।


বন্ধু অগণিত, ছিল প্রাণের প্রিয় যত
ব্যস্ততার শিকলে বদ্ধ, কিছু বিগত
মন ভারী হয় ভেবে নিয়ত
আহারে ! সোনালী ক্ষণগুলো যদি
আবার ফিরে আসতো !


নিজেকে বুঝাই এই তো জীবন-
‘হারিয়ে যাবে, থাকবে না আজীবন
সময় ফুরানোর আগে হতে হবে সংশোধন
তাওবা করে পাক ছাফ হবার সময় এখন ‘।