সুস্বাস্হ্য মানব জীবনের অমূল্য রতন
সময় থাকতে ঠিক ভাবে নিও গো যতন
ধনসম্পদ ও ভালো স্বাস্হ্য খুবই প্রয়োজন
সব কিছুরই উন্নতিতে লাগে ভালো মন ।

মন যদি কারো ভালো হয়, হয় সে সচেতন
তবেই সে মেনে চলে ,নিয়ম-তান্ত্রিক জীবন
অর্থকষ্ট ,ভগ্ন স্বাস্হ্য , ভগ্ন মন - কষ্ট চিরন্তণ
নিজেরই অজান্তে, অথৈ সাগরে করে সন্তরণ ।

শোনো হে বৎস ! যতদিন থাকবে সুস্হ্য
আমলের মাঝেই নিজেকে রাখো ব্যস্ত
যতক্ষণ নিজ পকেটে থাকে পয়সা-কড়ি
করো দান-খয়রাত মনটা উজার করি ।

সুস্হ্যতার ঐ নিয়ামতটি দিয়েছেন আল্লাহ
সময় থাকতেই বোঝাই করো পুণ্যেরই পাল্লা
অলসতায় রেখো না ফেলে আজকের কাজ
মৃত্যুতে সদা প্রস্তুত থাকা মুমিনের রেওয়াজ ।