ইচ্ছে করে মেঘের ‘পরে
ভাসিয়ে নিই তোরে
ইচ্ছে করে হাতটি ধরে
হারিয়ে যাই দূরে ।


ইচ্ছে করে এক দুপুরে
উড়িয়ে দক্ষিন বাতাস
মনের সুখে দুজন মিলে
ছুঁয়ে দিই ঐ নীলাকাশ ।


ইচ্ছে করে রঙ ধনুরে
রাঙিয়ে দিই আরো
হোক না এই ভালোবাসা
আরও বেশি গারো ।


ইচ্ছে করে সাত সমুদ্দর
তের নদীর তীরে
থাকবো সেথায় জোছনা ছায়ায়
আসবো না আর ফিরে ।


ইচ্ছে করে ইচ্ছে মতন
গাইবো নতুন সূরে
সবুজ শ্যামল প্রকৃতিতে
মনে যে যাবে ভরে ।


ইচ্ছে করে স্বপ্ন নিয়ে
থাকবো হাসি-মুখে
ইচ্ছে করে তোরে ঘিরে
থাকবো সেথায় সুখে ।