গায়ের জোরে বা ঠাট্টা করে বা ইচ্ছে করেই
অনেক কিছুই বলতে তুমি পারো
৫ কে তুমি ৯’ই বলো কিনবা বলো ১২
কি আসে যায়, ভুল-শুদ্ধ যা ইচ্ছে করো ।


আবার অল্প জ্ঞানে যতই তুমি গলাবাজি করো
ধর্ম-কর্ম, জীবন-মরণ যদি রঙ্গের খেলাই ধরো
কি আসে যায় ইচ্ছে মতন চলছো যেমন তরো
ভাবছো তুমি নিজে নিজেই অনেক কিছু পারো।  


তোমার হাতের ইশারাতেই অনেক কিছু হয়
কঠিন মনের মানুষটাও পায় যে তোমায় ভয়
তোমার সাথে টক্কা দিতে আসে না কেউ ভুলে
এতেই বুঝি ভাবছো তোমার পেশী গেছে ফুলে।


আবার ভাবো, তুমি বুঝি মস্ত জ্ঞানী জন
হর হামেশাই তর্ক করো দিয়ে জীবন পণ
আবার বলো বৃথাই চেষ্টা ধর্ম কর্ম করে
কি লাভ হবে এ সব করে, যাবই যখন মরে ?


আবার বলো -
এই পৃথিবীর সব কিছুই যে শূণ্য থেকে হলো
প্রমাণ কি আর ধর্ম লয়ে যত কিছুই বলো
শূণ্যেতেই মিলবে গিয়ে, ধর্মভীরুর সব পুণ্য
মিথ্যে শুধুই সময় নষ্ট ঐ মিথ্যে প্রভুর জন্য !


আস্তিকেরা ধৈর্য্য ধরে কয়,
সত্য মিথ্যার হিসাব খানি বাকির খাতায় রাখো
হঠাৎ করে বিপদ এলে,মনে মনে কাকে তুমি ডাকো
দেয়ালে পিঠ ঠেকে গেলে মুখটি কোথায় ঢাকো
নাই বা মানো , একবার শুধু মরেই তুমি দেখো।


‘জোর করে কেউ বলেনি তোমায় আল্লাহকে মানো
বেহেশতের সুবাস পেতে ঈমানটাও তুমি আনো’-
তুমি চলো তোমার মতন, ইসলাম কেনো টানো
স্রষ্টার ঐ অস্তিত্বটা, ভালো’ই তুমি জানো।