যদি  ফিরে আসো তুমি আগেরই মতন
যদি ফিরে চাও ফেলে আসা সেই সোনালী ক্ষণ
আমারে পাবে খুঁজে অতীতে ছিলাম যেমন 
হাসা হাসি, তর্ক-বিতর্ক যত, চলতো নিরন্তন ।


লেখা লেখিতে কখনো ছিল না এ মন দরদী
বহু সাধনায় লেখনি দিয়ে নীরবে এঁকেছি ছবি
তোমারই জন্য বুঝি আমি হয়ে গেলাম কবি
আজ তুমিই হয়ে গেলে আজনাবি ।
 
আমার কবিতার জন্য তোমাকে প্রয়োজন
লেখনী দিয়েই হোক না মনের সব আলাপন
কাব্যের এ জগতে তোমার রইলো নিমন্ত্রণ
তোমার কলরবে আরও মুখরিত হবে লেখনী জীবন ।