আমি সদা হাস্যে চির তারুণ্যে উদ্ভাসিত
সুপ্ত আগ্নেয়গিরির মত থাকি জাগ্রত
এই লেখনিতে আজও অদম্য শক্তি নিহিত
যখন-তখন হতে পারি হাজারো রঙে রন্জিত ।


আমি বিদ্রোহী কেহ নই, তবে প্রতিবাদী
আমি কপট নই আমি নির্ভয় স্পষ্টবাদী
দলাদলি এড়িয়ে চলি তাই সাম্যবাদী
মাজলুমের সাথে রবো শেষ অবধি ।


বহমান স্রোতস্বীনি সাগরের ঢেউের মত
কখনো প্রশান্ত প্রয়োজনে হতে পারি উদ্যত
পরাধীনতার কাছে করি না শির নত
মুক্ত স্বাধীনতায় এই প্রাণ রয়েছে ব্রত ।