সুখের ছায়ার পিছে ঘুরে জীবন আজ ওষ্ঠাগত
স্বপ্ন পূরণের সব প্রতিযোগিতায় ব্যস্ত অবিরত
তাই কত যে দিন-রাত, কত যে সময় হলো বিগত
অর্ধ জীবনও পেরিয়েছে স্রষ্টার কাছে হওনি অবনত ।


যে যা বলুক আল্লাহ তো মহান তাঁর বান্দার জন্য
ঈমানহীন তবুও বন্ধ করেননি আলো-বাতাস-অন্ন
তিনি তো জানেন তাঁর সৃষ্টিরা অতি সামান্য-নগন্য
দিয়েছেন ক্ষণিকের স্বাধীনতা তাদের, ক্ষণিকের জন্য ।


ইবলিস অভিশপ্ত, একটি হুকুম শুধু করেছিল অমান্য
আমরা পাচ্ছি প্রাধান্য,শেষ নবীর উম্মত হবার জন্য
সঠিক তাওবাতে, শেষ উম্মতের হয় যে পাপ-শূণ্য
সময় থাকতে নিজেকে শোধরাতে করো না কার্পণ্য ।