এতো মায়া দিয়ে প্রভু,—কেনো বানিয়েছো তারে
যত দেখি, মন চায় তত আরো দেখি তারে বারেবারে
নারী, কী স্নিগ্ধতা ভরা আকূলতা তোমাকে রয়েছে ঘিরে
তোমার মৌনতা-ও দাগ কাটে আমার মনের গভীরে ।


তোমার কথায়, সুর ঝংকার বাজে এই মনের মাঝে
না-বলা কথা-ও যেন বুঝি, যদিও মুখ ঢাকো লাজে
সৌন্দর্যের টানে বসন্ত এনেছো কত পাষাণের প্রাণে
ধরণী হয়েছে কম্পিত,ভুলেছে পথিক পথ আনমনে।


তাহার মায়ার আবেশের বিষে, নিত্য দ্বগ্ধ হয় প্রাণ
নীরবতায় আনে ব্যস্ততা, পাখিরাও গেয়ে উঠে গান
তার হাসিতে যেন ফুলেরা হাসে, মুগ্ধ করে সুবাসে
একটু খুশিতেই আলোড়ন উঠে আকাশে বাতাসে।


প্রভু, তোমার তুলনা শুধু তুমি’ই, আর কেহ নাই
নারীর সৃষ্টির মাঝে, আমারই অস্তিত্ব খুঁজে পাই
কন্যা-জায়া-জননী, এরা সবই যে মহিয়সী নারী
প্রাণের মধ্যমণি হয়ে থাকো, থাকো শির উন্নত করি।