রাত পোহালে, সূর্যের উত্তাপ তুমি নিচ্ছো
জোছনার স্নিগ্ধতা তুমি উপভোগ করছো
দখিনা বাতাসের আর্দ্রতা গায়ে মাখছো
বৃষ্টির রিনিঝিনি সুরের মূর্ছনাও শুনতে পারছো…….
চারিদিকের সব কিছুই তো নিয়ম মাফিক চলছে
জানো নাকি, এই চলার কি কোন শেষ আছে
জানো নাকি, আর কতটা সময় এভাবেই চলবে
জানো নাকি, আর কতকাল নিশ্চিন্তে দিন কাটবে ।
পৃথিবীতে জন্মমৃত্যুর এই যে আসা-যাওয়া
এভাবেই চলছে মহান প্রভুর কর্ম-প্রক্রিয়া
সময়ের টানে, সব কিছুই একদিন ফুরিয়ে যায়
সবই লিখা হয়ে থাকে, আরশে হিসাবের খাতায়।
কত মানুষ চলে যায়, যাচ্ছে চোখের সামনেই
ব্যস্ততার চশমা পড়ে,নিজের কথাই যাই ভুলেই
যুগ ধরে, জীবনের তরী বেয়ে, পড়ে থাকি কূলেই
বে-হুশ হতে, হুশে আনতে হবে নিজেকে,নিজেই।
কোনো একদিন উঠবে না আর কোনো কলরব
সকল খেলা শেষে শুরু হয়ে যাবে ধ্বংসের তান্ডব
কোরআনে আছে, কিয়ামাত হয়ে, শেষ হবে সব
সাঙ্গ হবে এই ধরণীতে মাতামাতির সব উৎসব ।
ভীষণ শব্দে যেদিন চৌচির হবে চারিদিক
পাহাড় ধ্বসে ছড়াবে-গড়াবে দিক বিদিক
সাগর ফুসবে, আকাশ ভেঙ্গে ছুটবে বে-গতিক
সে দিকেই ঘড়ির কাটা চলছে,করছে টিক্ টিক্।