যেমনি করে তোমরা আমায় ভাবো
হয়তো আমি, সেই আমিটা তেমনি হয়ে যাবো
যদি ভাবো ভালো কিছু, ভালই আমি তবে
অন্য কিছু মনে হলে সেটাই বুঝি হবে ।


যদি ভাবো আমি বুঝি মূর্খ কোন লোক
তোমরা যা ভাবো ভাই তা’ই সত্যি হোক
আবার যদি চিন্তা করো আমি খাঁটি মানুষ
তবেই জেনো এই আমিটা নই তো রঙের ফানুশ ।


প্যাঁচের কথা প্যাঁচের হিসেব নেই তো এই মনে
অনেকটা দূর যেতে পারি তোমার প্রয়োজনে
এই জীবনে কারো মাথায় দেইনি আমি বাড়ি
আঘাত খেয়েও আঘাতটাও সহ্য করতে পাড়ি ।


যদি ভাবো ধূর্ত বুঝি, সুযোগ খুঁজি আমি
আমায় দিয়ে কেউ কোনদিন হয়নি বিপথগামী
আবার, সহজ সরল মানুষ যদি ভাবো
স্বার্থ বিনে তোমার জন্য নিজেই বদলে যাবো ।


যদি ভাবো বোকা বুঝি, ওটাই হবো আমি
না’ই বা হলাম বিজ্ঞ কেউ ,না’ই বা হলাম দামী
আবার যদি ভালো বন্ধু ভাবো, বন্ধুবরই হবো
পরম বন্ধু হয়ে দেখো তোমার পাশেই রবো ।


যদি চলার পথে ভুলটা বুঝে দূরে সরে যাও
ভুলটা কোথায় সেই ভুলটা ধরিয়ে শুধু দাও
যদি ভুলে করেও আমার কাছে হাতটি তুমি বাড়াও
সাধ্যমতই দিয়ে দিবো যা কিছু তুমি চাও ।


যে রঙেতে সাজাও আমায় সে রঙেরই হবো
আবার রঙ হারিয়ে মলিন হলে, তেমনি হয়ে রবো
কেউ বা বল কবি আমায় , শুধুই ছন্দ মিলাই
তোমরা আমায় তাই করেছো, কৃতিত্ব আমার নাই ।


যদি ভাবো আপন মনে আমি ভদ্দর লোক
শত বাঁধা মাথায় নিয়েও রাখবো তোমার মুখ
প্রতিহিংসা কাকে বলে জানি না যে আমি
‘কেমন আমি’- সেই খবরটা জানেন অন্তর্যামী ।


ভুলের মানুষ হতেই পারি, মানুষ তো আমি বটে
ভুলটা শুধু ধরিয়ে দিও , যেও না কেবল চটে
সব সময় তো সঠিক নহে -‘ঘটে যাহা রটে’
দোষ যদি হয় দোষের স্বীকার করবো অকপটে ।