মন কেবলি ছুয়ে যায় রঙের আল্পনায়
ক্ষণিকের তরে হারিয়ে যাই অজানায়
আকাশের রংধনু বুঝি আজ মেলেছে পাখা
রঙের আবেশে ধরণী যেন পড়েছে ঢাকা।


পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিনে যে দিকেই চাই
অবাক বিস্ময়ে আমি শুধু নিজেকে হারাই
এতো রূপ রসে পুলকিত মুখরিত সুবাসে
প্রতিটি প্রাণ বুঝি অজান্তেই উঠে হেসে।


এতো মায়াবী রূপের তুলনা যে কিছু নাই
ইচ্ছে তো করে এই আলপনায় সবাইকে সাজাই
এই স্বর্গীয় সুখে হোক আলোকিত সকল প্রাণ
এমন রঙের ধারা মর্তলোকে থাকুক বহমান ।


যেদিকে তাকাই টিউলিপের মায়ায় পড়ে যাই
এই মুগ্ধতার, এই মায়ার যেন কোনো শেষ নাই
এই নগন্য প্রাণে তাই তোমার সৃষ্টির গুণ গাই
প্রভু, তোমার তুলনা তুমি’ই, আর কেহ নাই।